বডিশেমিং/আবারও সমালোচনার মুখে বলিউড অভিনেতা রাম কাপুর

বলিউড অভিনেতা রাম কাপুর আবারও সমালোচনার মুখে পড়েছেন। এবার তিনি মন্তব্য করেছেন সহকর্মী স্মৃতি ইরানির শারীরিক গঠন নিয়ে, যা রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে। বিনোদন জগতে যেখানে অভিনয় দক্ষতাকেই প্রধান মানদণ্ড হিসেবে দেখা হয়, সেখানে রাম কাপুরের এমন মন্তব্য অনেকেই ভালোভাবে নিচ্ছেন না।

রাম কাপুর সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, ‘ভারী চেহারার পুরুষদের সফল হওয়া কঠিন। তবে মহিলাদের ক্ষেত্রে সে আশঙ্কা কম। স্মৃতি ইরানি অতিরিক্ত মেদযুক্ত শরীর নিয়েও সফল।’

তিনি নিজের উদাহরণ টেনে আরও বলেন, ‘স্মৃতি যখন অভিনয় জগতে এসেছিলেন, তখন আমার মতোই মোটা ছিলেন। তিনি আমার চেয়েও বেশি সফল। তবে তিনি খুব তাড়াতাড়ি অভিনয় জগৎ থেকে সরে গেছেন।’

রাম কাপুরের এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ বলছেন, একজন সহকর্মী ও নারী সম্পর্কে কেমন মন্তব্য করা উচিত তা রাম কাপুর সম্ভবত ভুলে গেছেন। বডিশেমিংয়ের মতো সংবেদনশীল বিষয়ে অভিনেতার এমন উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, রাম কাপুর সম্প্রতি বেশ কয়েকটি বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। এর কিছুদিন আগেই তার ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’-এর প্রচারে গিয়ে কাজের চাপকে ‘গণধর্ষণ’-এর সঙ্গে তুলনা করে সমালোচিত হয়েছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *